Return Policy

আমরা বিশ্বাস করি “Landing Mastery Bundle” কোর্সটি আপনার দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হবে। তবুও, আমাদের লক্ষ্য হচ্ছে আপনাকে সন্তুষ্ট রাখা। তাই আমরা একটি সহজ ও ঝামেলাহীন রিটার্ন নীতিমালা অনুসরণ করি।


৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি

যদি আপনি কোর্সে এনরোল করার পর ৭ দিনের মধ্যে মনে করেন যে এই কোর্সটি আপনার জন্য উপযোগী নয় বা আপনি উপকার পাচ্ছেন না — তাহলে আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে থাকি, কোনো প্রশ্ন ছাড়াই।


রিটার্নের সময়সীমা

  • কোর্সে এনরোল করার ৭ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে।

  • ৭ দিন পর রিফান্ডের অনুরোধ গ্রহণযোগ্য হবে না।


রিফান্ড পাওয়ার শর্ত

রিফান্ড পেতে নিচের তথ্যগুলো ইমেইলে পাঠাতে হবে:

  • আপনার পুরো নাম

  • মোবাইল নাম্বার

  • পেমেন্ট ট্রানজাকশন আইডি

  • কোর্সে এনরোল করার তারিখ

  • কেন আপনি রিফান্ড চাইছেন (ঐচ্ছিক, কিন্তু ভবিষ্যৎ উন্নয়নের জন্য সহায়ক)


রিফান্ড প্রক্রিয়া

  • আপনার রিফান্ড অনুরোধ পাওয়ার পর ১–৩ কার্যদিবসের মধ্যে রিভিউ করা হবে।

  • অ্যাপ্রুভ হলে আপনি যেভাবে পেমেন্ট করেছিলেন, সেভাবেই টাকা ফেরত দেওয়া হবে (নগদ, বিকাশ, রকেট বা ব্যাংক ট্রান্সফার)।


কোন অবস্থায় রিফান্ড দেওয়া হয় না?

  • ৭ দিনের সময়সীমা পার হলে

  • যদি দেখা যায় আপনি কোর্স কনটেন্ট ডাউনলোড করে রেখে দিয়েছেন এবং তারপর রিফান্ড চাচ্ছেন

  • যদি কোর্সটি হ্যাক, ক্লোন বা শেয়ার করার কোনো চেষ্টার প্রমাণ মেলে


যোগাযোগ

রিফান্ড বা প্রশ্নের জন্য যোগাযোগ করুন:

Email: lmb.hatmeeit@gmail.com
Phone: +881976-392960


আমাদের লক্ষ্য: আপনার শেখার অভিজ্ঞতা আনন্দদায়ক ও ফলপ্রসূ করা। যদি আপনি সন্তুষ্ট না হন, আমরা শুনতে প্রস্তুত।

1