Return Policy
আমরা বিশ্বাস করি “Landing Mastery Bundle” কোর্সটি আপনার দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হবে। তবুও, আমাদের লক্ষ্য হচ্ছে আপনাকে সন্তুষ্ট রাখা। তাই আমরা একটি সহজ ও ঝামেলাহীন রিটার্ন নীতিমালা অনুসরণ করি।
৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
যদি আপনি কোর্সে এনরোল করার পর ৭ দিনের মধ্যে মনে করেন যে এই কোর্সটি আপনার জন্য উপযোগী নয় বা আপনি উপকার পাচ্ছেন না — তাহলে আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে থাকি, কোনো প্রশ্ন ছাড়াই।
রিটার্নের সময়সীমা
কোর্সে এনরোল করার ৭ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে।
৭ দিন পর রিফান্ডের অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
রিফান্ড পাওয়ার শর্ত
রিফান্ড পেতে নিচের তথ্যগুলো ইমেইলে পাঠাতে হবে:
আপনার পুরো নাম
মোবাইল নাম্বার
পেমেন্ট ট্রানজাকশন আইডি
কোর্সে এনরোল করার তারিখ
কেন আপনি রিফান্ড চাইছেন (ঐচ্ছিক, কিন্তু ভবিষ্যৎ উন্নয়নের জন্য সহায়ক)
রিফান্ড প্রক্রিয়া
আপনার রিফান্ড অনুরোধ পাওয়ার পর ১–৩ কার্যদিবসের মধ্যে রিভিউ করা হবে।
অ্যাপ্রুভ হলে আপনি যেভাবে পেমেন্ট করেছিলেন, সেভাবেই টাকা ফেরত দেওয়া হবে (নগদ, বিকাশ, রকেট বা ব্যাংক ট্রান্সফার)।
কোন অবস্থায় রিফান্ড দেওয়া হয় না?
৭ দিনের সময়সীমা পার হলে
যদি দেখা যায় আপনি কোর্স কনটেন্ট ডাউনলোড করে রেখে দিয়েছেন এবং তারপর রিফান্ড চাচ্ছেন
যদি কোর্সটি হ্যাক, ক্লোন বা শেয়ার করার কোনো চেষ্টার প্রমাণ মেলে
যোগাযোগ
রিফান্ড বা প্রশ্নের জন্য যোগাযোগ করুন:
Email: lmb.hatmeeit@gmail.com
Phone: +881976-392960
আমাদের লক্ষ্য: আপনার শেখার অভিজ্ঞতা আনন্দদায়ক ও ফলপ্রসূ করা। যদি আপনি সন্তুষ্ট না হন, আমরা শুনতে প্রস্তুত।