Refund Policy

আমরা “Landing Mastery Bundle”-এ বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী যেন তাদের সময় ও অর্থের যথাযথ মূল্য পান। তাই আপনার সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা একটি ৭ দিনের রিফান্ড গ্যারান্টি অফার করি।


রিফান্ড পাওয়ার যোগ্যতা

  • আপনি যদি কোর্সে এনরোল করার ৭ দিনের মধ্যে মনে করেন এই কোর্সটি আপনার জন্য উপযোগী নয় বা আপনি উপকার পাচ্ছেন না — তাহলে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

  • আমরা কোনো প্রশ্ন ছাড়াই সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে থাকি।


কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়

  • ৭ দিনের সময়সীমা অতিক্রম করলে

  • আপনি যদি উল্লেখযোগ্য পরিমাণ কনটেন্ট দেখে ফেলেন (যেমন: ৫০% এর বেশি)

  • যদি দেখা যায় আপনি কনটেন্ট ডাউনলোড করে নিয়েছেন বা শেয়ার করার চেষ্টার প্রমাণ পাওয়া যায়

  • আপনি যদি অসদুপায় অবলম্বন করে একাধিকবার রিফান্ড চেয়ে থাকেন


রিফান্ডের জন্য কী করতে হবে?

রিফান্ডের জন্য নিচের তথ্যসহ আমাদের ইমেইলে আবেদন করুন:

  • আপনার পুরো নাম

  • মোবাইল নাম্বার

  • পেমেন্ট ট্রানজাকশন আইডি

  • কোর্সে এনরোল করার তারিখ

  • সংক্ষিপ্তভাবে কারণ (ঐচ্ছিক)

ইমেইল পাঠানোর ঠিকানা: lmb.hatmeeit@gmail.com


রিফান্ড প্রক্রিয়া

  • রিফান্ড অনুরোধ পাওয়ার পর ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তা পর্যালোচনা করা হবে

  • রিফান্ড অ্যাপ্রুভ হলে আপনি যেভাবে পেমেন্ট করেছিলেন (বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক), সেই মাধ্যমেই টাকা ফেরত দেওয়া হবে


আরও প্রশ্ন থাকলে?

আমাদের কাস্টমার সাপোর্ট টিম সর্বদা প্রস্তুত:

Email: lmb.hatmeeit@gmail.com
Phone: +881976-392960


আমরা বিশ্বাস করি আপনি সন্তুষ্ট থাকবেন, আর যদি না থাকেন, তাহলে আমরা তা সমাধানের জন্য ১০০% প্রস্তুত।

1